New Update
/anm-bengali/media/post_banners/Sd2glqPIFK2MuB5LqrF3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল কেরালার কাছে খাতাই খুলতে পারেনি জামশেদপুর। শূন্য গোলে মাঠ ছেড়ে বেরিয়ে যায় লিগ তালিকার ফার্স্ট বয়। সেমিফাইনালের লেগ ওয়ানে হেরে যাওয়ার পর জামশেদপুরের কোচ আউয়েন কয়েল বলেন, “এই হার কেরালাকে অনেকটা উদ্দীপিত করে দিল। দ্বিতীয় লেগের জন্যও তাঁরা অনেকটা এগিয়ে গেল। আমাদের তিনটে গোল করা উচিৎ ছিল। প্রথমার্ধে ভালোই খেলা হয়েছে। কিন্তু আমাদের জন্য সময়টা খুবই ভয়ঙ্কর ছিল।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us