খেজুরি বিস্ফোরণকাণ্ডে ফের NIA-এর নোটিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
খেজুরি বিস্ফোরণকাণ্ডে ফের NIA-এর নোটিশ

নিজস্ব সংবাদদাতাঃ খেজুরি বিস্ফোরণকাণ্ডে ফের নড়েচড়ে বসল এনআইএ। পটাশপুরের বিধায়ককে তলব করল এনআইএ। বিধায়ক উত্তম বারিককে চিঠি দেওয়া হয়েছে। সেইসঙ্গে চিঠি দিয়ে তলব করা হয়েছে কাঁথি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানাকেও। উল্লেখ্য, সম্প্রতি খেজুরি বিস্ফোরণকাণ্ডে এবার তৃণমূলের দাপুটে নেতা অখিল গিরিকে এনআইএ-এর তরফ থেকে নোটিশ পাঠানো হয়।