জল সমস্যা থেকে মুক্তি পেলেন মানুষ?

author-image
Harmeet
New Update
জল সমস্যা থেকে মুক্তি পেলেন মানুষ?

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু করলো ফালাকাটার জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত। শুধুমাত্র পৌরসভা গুলোতে নয় এবার থেকে পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের গোটা এলাকায় এই প্রকল্পের কাজ শুরু  হয়েছে বলে জানান জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল। জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় গোটা গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিদিন সকাল দুপুর বিকেল এই তিন বেলা জল সরবরাহ করা হবে বলে জানান জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতে প্রধান সমরেশবাবু। ইতিমধ্যে এলাকায়  এই প্রকল্পের আওতায় আসাতে স্থানীয় বাসিন্দারা  ভীষণ খুশি।