New Update
/anm-bengali/media/post_banners/WjAMgOFDwdiE9DKYrXFN.jpg)
দিগবিজয় মাহালি, দাসপুরঃ কয়েকদিন আগে দাসপুর থানার কালোরা গ্রামের কাঁসাই নদীর পাড় থেকে বস্তাবন্দি এক মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। তদন্তে নেমে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে এই ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ। তিন জনের নাম মহিবুল ইসলাম,সাহেব আলি খান ও সামিম আহমেদ। এদের মধ্যে প্রথম দুজনের বাড়ী উচাহারে। এবং সামিম আহমেদের বাড়ী কেশপুরের পঞ্চমীতে। তবে বর্তমানে থাকে মেদিনীপুর শহরের ধর্মাতে। আজই ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর। কি কারনে ওই ঘটনা ঘটিয়েছিল তা জানার জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে দাসপুর থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us