New Update
/anm-bengali/media/post_banners/eRwpqz7f4N8QnKelckw0.jpg)
নিজস্ব প্রতিনিধি - দেখতে দেখতে ২৮ বছর হয়ে গেল রবীনা ট্যান্ডন অভিনীত ছবি 'ইমতিহান' এর। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবির পোস্টার শেয়ার করে আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি সেখানে লেখেন, '২৮ বছর হয়ে গেল ইমতিহান ছবির। এই ছবির গান এবং গল্প এর প্রধান শক্তি। সঙ্গে জড়িয়ে রয়েছে কত হাসির স্মৃতি।' ছবিতে রবীনার সাথে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় সেফ আলি খানকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us