New Update
/anm-bengali/media/post_banners/hq9H2iktVpAcEfSX8Kjc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইসিসিস মহিলা বিশ্বকাপের শুরুটা ভালোভাবেই করেছিল ভারত। কিন্তু ধাক্কা খেলো মিতালিরা দ্বিতীয় ম্যাচে। নিজিল্যান্ডের কাছে গিয়ে ধরাশায়ী হয়ে গেল ভারত। খেলার গতিবিধি প্রসঙ্গে মিতালিদের কোচ রমেশ পাওয়ার বলেন, “প্রথম পাঁচ ব্যাটারের খেলায় ধারাবাহিকতা প্রয়োজন। সিনিয়রদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে। মিতালি, ঝুলন, স্মৃতিদের এগিয়ে আসতে হবে। দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।’’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us