এসএসকেএমে অপেক্ষা করেও ট্রমা কেয়ারে জায়গা পেলেন না পরিক্ষার্থী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এসএসকেএমে অপেক্ষা করেও ট্রমা কেয়ারে জায়গা পেলেন না পরিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতাঃ সম্পত্তি বিবাদের জেরে খাস কলকাতায় ধারাল অস্ত্রের কোপ একই পরিবারের চারজনকে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে মেটিয়াবুরুজে। মেটিয়াবুরুজের মিঠাতলা এলাকার ঘটনা। আহতদের মধ্যে রয়েছে মুসকান খাতুন নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও সরকারি হাসপাতালে ঘুরে ঘুরে চিকিৎসা পাচ্ছে না সে। পেটে সেলাই হওয়ার পর মুসকানকে ট্রমা কেয়ারে ভর্তি করার কথা বলেছিলেন চিকিৎসকেরা। কিন্তু বেড পাওয়া যায়নি। রাতভর হাসাপাতালের বাইরে বসে থাকতে হয় মুসকানকে। শনিবার সকাল পর্যন্ত কোনও হাসপাতালে জায়গা হয়নি তাঁর।