New Update
/anm-bengali/media/post_banners/z5D6fsn0a5PeicE2A6dZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা ভোটে পাঁচ রাজ্যে বিপুল পরাজয়ের পর এবার আম আদমি পার্টির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল কংগ্রেস। এই পাঁচ রাজ্যে পরাজয়ের পরে পুনরায় একত্রিত হয়ে ভোটমুখী গুজরাটের দিকে মনোনিবেশ করতে চায় দল। গুজরাটের এআইসিসি-র দায়িত্বপ্রাপ্ত রঘু শর্মা আম আদমি পার্টির বিরুদ্ধে রাজ্যে ভোট কাটার অভিযোগ এনেছেন। রঘু শর্মা বলেন, 'পঞ্জাব আর গুজরাটের তুলনা করা যায় না। গুজরাটের রাজনৈতিক পরিস্থিতিতে, এটি কংগ্রেস বনাম বিজেপি হবে। মানুষ বুঝতে পারছে, প্রতিটি রাজ্যেই পরিস্থিতি আলাদা। আপ শুধুমাত্র নির্বাচনের জন্য আসে, সেখানে (গুজরাটে) প্রধান বিরোধী দল কেবল কংগ্রেসই রয়ে গেছে। আপ গুজরাতে ভোট কাটার যন্ত্র। সুরাতের উদাহরণ আমাদের সামনে। আপ-এর লোকেরা কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছিল, কিন্তু পরে তারা বিজেপিতে যোগ দেয়।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us