নিজস্ব সংবাদদাতাঃ সন্তান (baby) আসার পরপরই কোনওভাবেই শারীরিক মিলনে লিপ্ত (sex) হবেন না – একথা যদি আপনাকে কেউ বলে থাকেন, তাহলে ঠিকই বলেছেন। কিছুদিনের জন্য আপনারা দুজনেই একটু বিরতি নিন। আসলে গর্ভবতী হওয়ার পর থেকে সন্তানের জন্ম দেওয়া (post pregnancy) পর্যন্ত যে সময়, তাতে মহিলাদের শরীরে অনেকরকমের পরিবর্তন হয়। সন্তানের জন্মের সময়ে ও তার পরবর্তী বেশ কিছুদিন শরীরের উপরে অনেক ধকলও পড়ে। চিকিৎসকদের মতে, মা হওয়ার পর মোটামুটি মাস দুয়েক শারীরিক মিলনে লিপ্ত না হওয়াই ভাল।