নিষিদ্ধ ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করল বিএসএফ

author-image
Harmeet
New Update
নিষিদ্ধ ট্যাবলেট সহ  ২ জনকে গ্রেফতার করল বিএসএফ

নিজস্ব সংবাদদাতাঃ নিষিদ্ধ ট্যাবলেট সহ  ২ জনকে গ্রেফতার করল বিএসএফ। জানা গিয়েছে, ১ জুলাই দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের  অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে  ১২৫ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন  পাচারকারীকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত  ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য  ৬২,৫০০ / - টাকা। এই সমস্ত ইয়াবা ট্যাবলেটগুলি  উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত চৌকি  ঘোজাডাঙ্গা এলাকা থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

জানা গিয়েছে, এদিন বিকেল আনুমানিক ৫:৩০ টার দিকে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা  একজন সন্দেহভাজন যুবককে গ্রাম এটিন্ডার দিক থেকে আসতে  দেখে, যে আইসিপি ব্রিজ পেরিয়ে পাচারের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা তাকে  দাঁড়াতে বলায় সে  ভারতীয় ভূখণ্ডে ফিরে পালানোর চেষ্টা  করে। তবে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা  কোনও সুযোগ না দিয়ে সন্দেহভাজন যুবককে (চোরাচালানকারী) ধরে ফেলে। তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি প্যাকেট পাওয়া  হয়, যার ভিতর থেকে ১২৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  জওয়ানরা ইয়াবা ট্যাবলেটগুলি  বাজেয়াপ্ত করে এবং চোরাচালানকারীকেও হেফাজতে নিয়ে নেয় । গ্রেফতার হওয়া চোরাকারবারির নাম লাল্টু কর্মকার। সেইসঙ্গে তাঁর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।