'সমাজবাদী পার্টিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন যোগী'

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'সমাজবাদী পার্টিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন যোগী'

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশে বিজেপির জয় নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, ''বুলডোজার বাবার' বুলডোজার কাজ করায় আমি যোগীজিকে অভিনন্দন জানাতে চাই। বিজেপি কর্মীরা যারা উত্তর প্রদেশে গিয়েছিলেন তারা বিজেপির গৌরব বাড়িয়েছেন। আপনি সমাজবাদী পার্টিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং বিজেপি আবার জিতেছে। এবার লড়াই হবে মুম্বইয়ে, পুরসভা ভোটের লড়াই... আমরা কোনও দলের বিরুদ্ধে থাকব না, আমরা ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে থাকব। সেনা মানে 'বিজেপি সেনা', শিবসেনা নয়। তাদের (শিবসেনা) লড়াই নোটা-র সঙ্গে, বিজেপির সঙ্গে নয়। (গোয়ায়), এনসিপি এবং সেনার ভোট নোটার চেয়েও কম। যারা প্রমোদ সাওয়ান্তকে ক্ষমতাচ্যুত করার দাবি করেছিল তারা নিজেরাই হেরে গেছে।'