New Update
/anm-bengali/media/post_banners/0f76KHbkMANYcrTui3AS.jpg)
নিজস্ব প্রতিনিধি - এবার থ্রিলারধর্মী ছবি নিয়ে আসছেন পরিচালক অরিন্দম শীল। ইতিমধ্যেই ছবির নাম ঘোষণা করেছেন পরিচালক। ছবির নাম রাখা হয়েছে 'ইসকা বনের বিবি'। আজ শুভ মহরত হয় ছবির। ছবিতে অভিনয় করতে দেখা যাবে তৃণা সাহা, পৌলমী দাস, জয়দীপ কুণ্ডু,অরুণিমা ঘোষ, শুভশ্রী কর সহ অনেকেই। আজ সোশ্যাল মিডিয়ার পর্দায় নিজেই ছবিটির খবর দেন অরিন্দম শীল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us