New Update
/anm-bengali/media/post_banners/dmK0tf7Zf9kFygVUAONO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইসিসি মহিলা বিশ্বকাপের যাত্রার শুরুটা ভালোই করেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আর নিজেদের স্থান ধরে রাখতে পারলো না মিতালিরা। প্রথম থেকে ভারতীয় ব্যাটারদের ব্যাটে ছিল রান শূন্যতা অপরদিকে পর পর উইকেটের পতন ভারতের পতনকে নিশ্চিত করেছিল। হেরে যাওয়ার পর অধিনায়িকা মিতালি বলেন, “তাড়া করার মতোই লক্ষ্য ছিল। আমাদের শুরুর দিকের ব্যাটাররা রান পায়নি। তার উপর পর পর উইকেট হারিয়ে চাপ বেড়ে যায়। এক জন ব্যাটারও দলকে ওই অবস্থা থেকে বের করতে পারেনি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us