নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি উত্তর প্রদেশ থেকে ফেরার পথে বিমান বিভ্রাটে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার তদন্ত চেয়ে এবারে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারী বিপ্লব চৌধুরীর বক্তব্য, ২০১৬ সালেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে বিভ্রাট হয়েছিল। এ নিয়ে অভিযোগও দায়ের হয়। তবে তার যথাযথ তদন্ত হয়নি বলে দাবি বিপ্লব চৌধুরীর। তাই এবার তিনি আদালতে এসেছেন। তাঁর আর্জি এ নিয়ে হস্তক্ষেপ করুক হাইকোর্ট।