রাহুল পাসওয়ান, আসানসোলঃ আজ বৃহস্পতিবার দেশের পাঁচ রাজ্যের বিধানসভার ফল ঘোষণার দিন । যেখানে উত্তর প্রদেশ, মনিপুর,গোয়া, উত্তরাখণ্ড ও পাঞ্জাব রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হল বা এখনও কয়েকটি আসনে কাউন্টিং চলছে । তার মধ্যে সারা দেশের নজর ছিল উত্তর প্রদেশের নির্বাচনের ফল কি হবে , শেষে পুনরায় রাজ্য দখল করলো ভারতীয় জনতা পার্টি । উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবার উত্তর প্রদেশ দখল করতে সক্ষম হয়েছে এবং সাথে আরও তিন রাজ্যে সরকার গঠন করবে বিজেপি এই আনন্দে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা । দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা বিজেপির সেন্ট্রাল কার্যালয় নিয়ামতপুরে বিজেপি কর্মী সমর্থকরা বাজি ফাটিয়ে , আবির খেলে মিষ্টি মুখ করে উচ্ছাসে মাতালেন সাথে পার্টি কার্যালয় থেকে নিয়ামতপুর নিউ রোড পর্যন্ত মিছিল করা হয়।