New Update
/anm-bengali/media/post_banners/bbq2PMyzXE4UVxK6JC1J.jpg)
নিজস্ব প্রতিনিধি -পাঞ্জাবে সরকার গঠনের পথে আম আদমি পার্টি। দলের এই সাফল্যে দায়িত্বপ্রাপ্ত নেতা রাঘব চড্ডা বলেন, "উড়তা পাঞ্জাব নয় এবার থেকে পাঞ্জাবের পরিচয় হবে উঠতা পাঞ্জাব হিসেবে। " তিনি আরও যোগ করে বলেন, সাফল্যের জন্য কাজ করবে আপ। অনেক দল আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল। অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গী তকমাও দেয়া হয়েছে। কিন্তু জনগণ প্রমাণ করে দিয়েছে তিনি একজন শিক্ষক বাদী।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us