বিরল রোগে আক্রান্ত বালিকাকে স্কুলে ভর্তি নিতে চাইল না, অবশেষে সমাধান করলেন চেয়ারম্যান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিরল রোগে আক্রান্ত বালিকাকে স্কুলে ভর্তি নিতে চাইল না, অবশেষে সমাধান করলেন চেয়ারম্যান





নিউজ ডেস্কঃ মেদিনীপুরঃ ভারতবর্ষে ২৫০জন, রাজ্যে ৫০ জনের মত আক্রান্ত। এমনই রোগে আক্রান্ত মেদিনীপুর শহরের বল্লভপুরের বছর সাতেকের রূপসা মুখার্জী। দুই বছর বয়স থেকেই বিরল স্নায়বিক রোগে আক্রান্ত সে। হাত ও পা ভাল করে নাড়তে পারে না। তবে স্মৃতিশক্তি প্রখর। অন্যান্য আর কোন সমস্যা নেই। তবে তার ইচ্ছে স্কুলে পড়াশোনা করার। কিন্তু কোন স্কুল ভর্তি নিতে চাইছে না বলে অভিযোগ বাবা সুমন মুখার্জীর। তিনি জানান বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে প্রতিবন্ধী স্কুলে নিয়ে যাওয়ার কথা বলেন। বহুদিন ধরে ঘোরাঘুরির পর তিনি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের নিকট বিষয়টি জানান। রূপসাকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেন চেয়ারম্যান কৃষেন্দু বিশই। তিনি জানান, রূপসার যে স্কুলে সুবিধা হবে সেই স্কুলে ভর্তি করা হবে। সোমবার থেকে বাড়ির সামনে মেদিনীপুর টাউন প্রাথমিক স্কুলে যাওয়া শুরু করে। তাকে কোলে করে নিয়ে যাওয়া আসায় অসুবিধা দেখে যাতায়াতের সুবিধার জন্য বুধবার সংসদ কার্যালয়ে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিশই। চেয়ারম্যানের এই উদ্যোগে খুশি পরিবার।