নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সব থেকে বড় ধাক্কা খেয়েছে রাশিয়ার ক্রীড়াজগত। গোটা ক্রীড়া বিশ্বে একঘরে করে দেওয়া হয়েছে রাশিয়াকে। এই বিষয়ে প্রথম পদক্ষেপ করে উয়েফা (UEFA)। এর পরই ফুটবল বিশ্বে চাপের মুখে ফিফা (FIFA) সব ধরণের ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়। তবে এবার পাল্টা দেওয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে পুতিনের দেশ। ফিফা ও উয়েফার বিরুদ্ধে আদালতের দারস্থ রাশিয়ান ফুটবল ফেডারেশন। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (CAS) নিজেদের মামলা দায়ের করেছে রাশিয়া।