নিজস্ব সংবাদদাতাঃ এই প্রথমবার দেশে চার মাসেরও বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। সারা দেশে গত বছরের ৪ নভেম্বর একসঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল। কেন্দ্র পেট্রোল ও ডিজেলে যথাক্রমে পাঁচ ও ১০ টাকা উৎপাদন শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল। এরপর কোনও কোনও রাজ্য আলাদা করে পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট কমিয়েছিল। ফলে ওই রাজ্যগুলিতেও দাম আরও কিছুটা কমেছিল।