New Update
/anm-bengali/media/post_banners/uemnWSlGnqaW6vqjSNJn.jpg)
নিজস্ব প্রতিনিধি-রনি স্ক্রুওয়ালার আরএসভিপি এবং গিল্টি বাই অ্যাসোসিয়েশনের মিশন মজনু আসতে চলেছে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও রশ্মিকা মান্দানাকে। মিশন মজনু এবছরের ১০ই জুন মুক্তি পাবে। বুধবার, নির্মাতারা একেবারে এক নতুন পোস্টারের সাথে একথা ঘোষণা করেছেন।শান্তনু বাগচী পরিচালিত ছবিটি ১৯৭০ এর দশকের থ্রিলার সেটে সিদ্ধার্থ মালহোত্রা একজন 'র 'এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি রশ্মিকা মান্দান্নার হিন্দি ছবিতে প্রথম আত্মপ্রকাশ চিহ্নিত করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us