নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার দখলে যাওয়ার পর ওই কেন্দ্রের সঙ্গে আইএই-র সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএই)-র প্রধান রাফায়েল গ্রোসি এই ইঙ্গিত দিয়ে বলেছেন, চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে বসানো সেফগার্ড মনিটরিং সিস্টেম থেকে আর তথ্য আসছে না। এই কেন্দ্রের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।