বিকল্প চাষ হিসাবে ফলের বাগান করে পথ দেখাচ্ছে যুবক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিকল্প চাষ হিসাবে ফলের বাগান করে পথ দেখাচ্ছে যুবক



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের ঘোলা এলাকায় রাজ্য কৃষি দপ্তরের ড্রিপ ইরিগেশন প্রকল্পে ৬ বিঘা জমির উপর আপেল কুল ও পেয়ারা চাষ করে নজর কেড়েছেন ঘোলা গ্রামের যুবক অমৃত কুমার ঘোষ।চন্দ্রকোনা ১ ব্লক কৃষি দপ্তরের সহযোগিতায় ঘোলা এলাকায় ৬ বিঘা জায়গার উপর উন্নতমানের আপেল কুল ও ভিন্ন প্রজাতির পেয়ারা চাষ করেছেন অমৃতবাবু,যা ইতিমধ্যে নজর কেড়েছে ব্লক তথা ঘাটাল মহকুমা জুড়েই।



ইতিমধ্যে ওই জায়গায় আপেল কুল ও পেয়ারা সমেত বিভিন্ন ফলের ফলন দেখে হতবাক স্থানীয় থেকে কৃষি দপ্তরও।বিশেষত গাছ জুড়ে ধরা আপেল কুল ও তার স্বাদ পেতে প্রত্যন্ত ওই এলাকায় ছুটে যায় দুরদুরান্তের মানুষ।যদিও কম পয়সায় সুস্বাদু আপেল কুল পেয়ে খুশি আগত মানুষজন।আগামী দিনে জৈব পদ্ধতিতে ড্রাগন ফল সহ আরও উন্নত ফলের চাষের জন্য কাজও শুরু করে দিয়েছেন অমৃত ঘোষ।ধান আলুর পাশাপাশি কৃষি দপ্তরের সহযোগিতা নিয়ে চাষিরা এধরণের বিকল্প ফলের চাষেও লাভের মুখ দেখবে বলে জানান তিনি।