অশ্বথামায় ভিকির লুক ভাইরাল, প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা

author-image
Harmeet
New Update
অশ্বথামায় ভিকির লুক ভাইরাল, প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা

নিজস্ব

সংবাদদাতাঃ

বলিউড এর হ্যান্ডসাম তো বটেই তার সঙ্গে "ডার্ক হর্স " বলেও পরিচিতো। এই অভিনেতা খুব একটা বেশি কাজ করেন না, চিত্রনাট্য দেখে বেশির ভাগ কাজ করেন , তিনি আর কেউ নয় তিনি হলেন ভিকি কৌশল।


        আগেই তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তার আপকামিং মুভি "দা ইমটেল অশ্বথামা " র পোস্টার। তার সেই লুক এ ছিল এক আলাদাই অভিনবত্ব , অশ্বথামায় ভিকির সেই লুক ভাইরাল। অনুরাগীদের ও বেশ পছন্দ সেই ছবি। তার সেই লুক এ প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।




আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm