নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার আক্রমণের পর এখনও অবধি মোট ১২ লক্ষ ইউক্রেনীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে প্রতিবেশি দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। সোমবারই ইউক্রেন থেকে ১ লক্ষ ৪১ হাজার ৫০০ জন সীমান্ত দিয়ে পোল্যান্ডে প্রবেশ করেছেন। রবিবার সংখ্য়াটা ছিল ১ লক্ষ ৪২ হাজার ৩০০।