New Update
/anm-bengali/media/post_banners/kjq1k3r6RmJwSFoTUjhU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গত চারদিন আগেই ইহলোক ত্যাগ করেছেন শেন ওয়ার্ন। তাঁর অকাল মৃত্যুতে সবাই নিস্তব্ধ শোকে। এদিন তাঁকে সম্মানে সঙ্গে শেষকৃত্য করা হবে বলে জানানো হয়। পুত্রের শেষকৃত্যে তাঁর বাবা-মা বলেন, “একটা শেষ না হওয়া দুঃস্বপ্নের শুরু হল। আর কোনও দিন শেনকে দেখতে পাব না, ভাবতে পারছি না। আশা করব, ও যে সুখের স্মৃতি রেখে গিয়েছে, তা এই দুঃখকে কিছুটা লাঘব করবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us