New Update
/anm-bengali/media/post_banners/5mX9dFcRte52LtB2AuCT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউক্রেন ইস্যু নিয়ে ফের সরব হলেন। তিনি বলেন, 'ইউক্রেনে কষ্টের মধ্যে রয়েছেন একাধিক ভারতীয়। যুদ্ধ থেমে শান্তি আসুক, অনেক ক্ষতি হয়েছে, সবাও শান্ত হোক। কষ্ট করে সবাই ফিরে আসছে, নাটক করে বলা হচ্ছে, বড় কাজ হচ্ছে। চার মাস আগে কেন ফিয়ে আনা হয়নি? কে দায়ী তার জন্য?'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us