New Update
/anm-bengali/media/post_banners/X7KAvowFneQMylFS7P8W.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল যখন ম্যাচ শেষে বাঁশি বাজলো তখন দেখা গেল ম্যাচের ফলাফল মোহনবাগানের বিরুদ্ধে গিয়েছে। যেখানে কথা ছিল ২ গোলের ব্যবধানে জেতার সেখানে শূন্যগোলে বাড়ি ফিরল মোহনবাগান। এই পরাজয়ের কারণ হিসাবে কোচ জুয়ান ফেরান্দো বলেন, “ভাল লাগছে না। দু’গোলে জেতা সহজ ছিল না। জামশেদপুর গোল করার পর কাজটা আরও কঠিন হয়ে যায়। ম্যাচে ফেরার চেষ্টা করেছে ওরা, কিন্তু সফল হতে পারেনি। আমাদের পাসিং, ক্রসগুলো ঠিক মতো হয়নি। তাই যা ফল হওয়ার তাই হয়েছে। এ বার সেমিফাইনাল নিয়ে ভাবনা শুরু করে দিতে হবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us