শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, চাষীদের সঙ্গে কথা বললেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, চাষীদের সঙ্গে কথা বললেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ পরপর বর্ষণ সঙ্গে সম্প্রতি শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি আলু সহ বিভিন্ন সবজির। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২ ব্লকের মাকলী গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় আলু চাষের। সেইসব এলাকা সোমবার ঘুরলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। জেলা সম্পাদকের সাথে ছিলেন বিজয় পাল, সৌগত পান্ডা, প্রসেনজিত মুদি। কথা বলেন ক্ষতিগ্রস্ত চাষীদের সঙ্গে। ক্ষতিপূরণের দাবি নিয়ে বিভিন্ন প্রশাসনিক দফতরে দলের পক্ষ থেকে জানানো হবে বলে জানান সুশান্ত। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, গড়বেতাতে সবচেয়ে বেশি আলু চাষ হয়। ব্যাঙ্ক বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করেন চাষীরা। শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়ায় অসহায় আলু চাষীরা। সিপিএম নেতৃত্বের অভিযোগ, "ব্যাপক ক্ষতি হওয়ার পরও সরকার চুপ। পরিদর্শনে এসে ফসলের ক্ষতি না দেখে রাস্তা থেকে গাড়িতে বসে ঘুরে গেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।" এদিকে ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন প্রশাসনিক দফতরে ডেপুটেশন দিয়েছে সারা ভারত কৃষক সভা ও সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠন। সরকার ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম কৃষক সংগঠনগুলি।