নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতি-তে। মন্দার প্রকোপ থেকে বাঁচতে পারেনি ভারতীয় শেয়ার বাজারও। সকালে শেয়ার বাজার খুলতেই ধস নামে, বিএসই সেনসেক্সের ১৪২৮ অঙ্ক পতন হয়। সূচক কমে দাঁড়ায় ৫২ হাজার ৯০৬ অঙ্কে। নিফটির সূচকেও ৩৯৮ অঙ্ক পতন হয়ে ১৫ হাজার ৮৪৭-এ কমে দাঁড়ায়। এদিকে, যুদ্ধের জেরে হু হু করে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।