New Update
/anm-bengali/media/post_banners/qYKkVwvgHyIwvfZD9T3F.jpg)
নিজস্বস সংবাদদাতাঃ গত শুক্রবার সন্ধ্যায় থাইল্যান্ডে নিজের বাংলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন। তবে মৃত্যুর আগে তিনি অত্যন্ত স্বাভাবিক ব্যবহারই করেছেন বন্ধুদের সঙ্গে। এমনটাই জানিয়েছেন তাঁর বন্ধু টম হল। তিনি জানিয়েছেন মৃত্যুর কয়েক ঘন্টা আগে শেনের আলোচনার বিষয় ছিল আইপিএল। টম এই প্রসঙ্গে বলেন, "শেন আমার সঙ্গে ওয়েবসাইটে গত প্রায় এক বছর ধরে কাজ করছে। ২০০৫ অ্যাশেজ টেস্টের সেই জাম্পার, ২০০৮-এর আইপিএল জার্সি, একটা এক দিনের ম্যাচের জার্সি এবং টুপি আমাকে উপহার দিয়ে বলল, সেগুলো আমাদের ওয়েবসাইটের অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে যে দফতর রয়েছে, সেখানে সাজিয়ে রাখতে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us