New Update
/anm-bengali/media/post_banners/omzFbtbTsL790A3OB2lN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকান টেনিস খেলোয়াড় মার্কোস গিরন রাফায়েল নাদালের কাছে হেরে গিয়ে তাঁর খেলার প্রশংসা করলেন। নাদাল মার্কোস-কে ৬-১, ৬-৪, ৬-২তে হারায়। খেলার প্রসঙ্গে গিরন বলেন, "আমি অবাক হয়েছিলাম কোর্টে তাঁর শট পছন্দ করা দেখে। আপনি ওনার সঙ্গে খেললে বুঝতে পারবেন উনি কোর্টে যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু উনি সবসময়ই সঠিক সিদ্ধান্ত নেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us