New Update
/anm-bengali/media/post_banners/Ls5OspFmyheHfyqH3oQM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে আইএসএল লিগ তালিকায় ১৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে এফসি গোয়া। গতকাল বাম্বোলিনে কেরালার সঙ্গে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। ম্যাচ ৪ গোলে ড্র হয়। কিন্তু তাতেও খুশি এফসি গোয়ার কোচ ডেরিক পেরিইরা। তিনি গতকাল ম্যাচ প্রসঙ্গে বলেন, "সেকেন্ড হাফে দলের ছেলেরা ভালো মতো পরিশ্রম করে। ম্যাচে গোলের বেশ কয়েকটা সুযোগ করে এবং অনেকগুলো গোল করে। আমি খুশি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us