New Update
/anm-bengali/media/post_banners/nfG3SGYoI4ZURVQEBAsw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইএসএল-এর দ্বিতীয় স্থানে ছিল মোহনবাগান। কিন্তু জামশেদপুর এফসি ইস্টবেঙ্গলকে হারিয়ে ৪০ পয়েন্ট নিয়ে সবাইকে ছাড়িয়ে লিগ লিস্টের একদম প্রথমে নিজের স্থান করে নিল। ৩৮পয়েন্ট নিয়ে হায়াদ্রাবাদ এফসি লিগ লিস্টের নীচে বিরাজ করছে। আর লিগ লিস্টের সেকেন্ড বয় মোহনবাগান ৩৭ পয়েন্ট নিয়ে লিগ লিস্টের তৃতীয় স্থানে এখন আছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us