New Update
/anm-bengali/media/post_banners/eJ9ELixw4Bu5yzKTxAVu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ঐতিহাসিক জয়লাভ করে ভারত। সেই ম্যাচে আবার অশ্বিন যতকটা উইকেট নেন তা সব মিলিয়ে কপিল দেবের উইকেট নেওয়ার রেকর্ডকে ছাপিয়ে যান। ৪৩৪টা উইকেট রেকর্ড কপিল দেবের ছিল। এখন অশ্বিনের কাছে আছে ৪৩৫টা উইকেট। কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন বলেন, "আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, অফস্পিনার হিসেবে দেশের হয়ে খেলব। এমনকি কিংবদন্তির উইকেট প্রাপ্তিকে ছাপিয়ে যাব, তা কল্পনাও করতে পারিনি। ক্রিকেট আমাকে সব দিয়েছে। এই খেলাটার প্রতি বরাবর কৃতজ্ঞ থেকে যাব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us