New Update
/anm-bengali/media/post_banners/tAncZ6IIZoQhELeT6uyQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হলদিয়া বন্দরে তোলাবাজি তদন্তে ফের হলদিয়া থানার ওসিকে নোটিশ দিল সিবিআই। এইনিয়ে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হল হলদিয়া থানার ওসিকে। বিকেল ৫ টার মধ্যে অভিযোগ সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওসিকে। এছাড়াও নোটিশ দেওয়া হয়েছে মূল অভিযুক্ত মোবারেক আলিকেও। মোবারেক আলির খোঁজ না পেয়ে তার বাড়ি গিয়ে নোটিশ দেয় সিবিআই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us