New Update
/anm-bengali/media/post_banners/ipfo2wjqn21GBbRjCJMm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকো ওপেনে ডাবলস ম্যাচ হেরে আম্পায়ারের চেয়ারে বার বার র্যাকেট দিয়ে আঘাত হানায় প্রতিযোগিতা থেকে নির্বাসিত হয়েছিলেন জার্মানির টেনিস তারকা আলেকজান্ডার জেরেভ। এবার সেই ঘটনা নিয়েই মুখ খুললেন সেরেনা উইলিয়ম। তিনি মনে করছেন, এই ঘটনা যদি তিনি ঘটাতেন তাহলে তাঁকে এতক্ষণে জেলে থাকতে হত। এভাবেই মহিলা ও পুরুষদের শাস্তি দানের দ্বিচারিতা নিয়ে সরব হয়েছেন সেরেনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us