নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহে বিশ্ব বাজারে রকেটের গতিতে ছুটছে অশোধিত তেলের দর। তবে দেশে পেট্রল-ডিজেল এখনও স্থির। তবে চড়ছে রাজনৈতিক উত্তাপ। অতীত অভিজ্ঞতা বলছে, ভোট মিটলেই তেলের দাম বাড়বে। সরকারি সূত্রেও সেই ইঙ্গিত। তারই মধ্যে আশঙ্কাকে হাতিয়ার করে শনিবার ফের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। টুইটে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষ, ‘‘দ্রুত পেট্রলের ট্যাঙ্ক ভর্তি করে নিন, মোদী সরকারের ‘ভোট-অফার’ শেষ হওয়ার মুখে।’’ পাশাপাশি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অবিলম্বে পেট্রোপণ্যের উপরে কেন্দ্রীয় সেস ও সারচার্জ প্রত্যাহারের দাবি তুলেছেন।