New Update
/anm-bengali/media/post_banners/p3AEZamYsIrJKS3dmWfz.jpg)
নিজস্ব প্রতিনিধি -আগামী ১২ই মার্চ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক সভার আয়োজন করতে চলেছে তিপ্রা মথা।সেই সভার আগে এক মিছিলের সিধান্ত নিয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল তিপ্রামথা। প্রদ্যুৎ জানান সেই জনসভা শুরু করার আগে প্রথমে এক র্যালি হবে। এবং সব নিয়ম শৃঙ্খলা মেনে তাদের দাবি জানিয়ে এই র্যলি হবে যাতে করে শহরে কোনো অসুবিধা না হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us