New Update
/anm-bengali/media/post_banners/FtfBoTgsEOHNRXQcrYwb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এ বছরের উইম্বলডনে আর দেখা যাচ্ছে না রজার ফেডারারকে। হাঁটুর অস্ত্রোপাচারের পর এখনও তিনি সম্পূর্ণভাবে সুস্থ হননি তাই এবারের উইম্বলডনে তিনি থাকতে পারছেন না। এই প্রসঙ্গে তাঁর কোচ বলেন, "রজার এখনও রিহ্যাব পর্যায়ের মধ্যে রয়েছে। শুধুই হাঁটুর সমস্যা নয়। পায়ের পেশিগুলোও নতুন করে গড়ে তুলতে হবে। পুরো শরীরে আরও শক্তি প্রয়োজন। কোর্টের ধকল নেওয়ার জন্য শরীরকে সম্পূর্ণ ভাবে প্রস্তুত করা দরকার।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us