নিজস্ব সংবদদাতা : মানুষের অনেক প্রত্যাশা রয়েছে তাঁর থেকে। তারা চান মোরাদাবাদ বা উত্তর প্রদেশের অন্য কোনো শহর থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। এমনই দাবি তুলে নিজের শহর মোরাদাবাদ থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়াই করার ইচ্ছা প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভঢড়ার স্বামী রবার্ট ভঢড়া। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্বাচন হোক বা না হোক, আমি সারা দেশের মন্দির, মসজিদ, গীর্জা ও গুরুদ্বারে যাই। আমি মনে করি আমি রাজনীতিতে পরিবর্তন আনতে সক্ষম হব। আমি চাই মানুষের জীবন ভালোর জন্য পরিবর্তন হোক। প্রিয়াঙ্কা যখন বাড়িতে আসে, তখন আমরা রাজনীতির কথা বলি, এবং কীভাবে গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব করা যায় তা নিয়ে আলোচনা করি।” প্রিয়াঙ্কাকে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দেখতে চান কিনা প্রশ্ন করা হলে তিনি জানান, মানুষ তাঁকে শীর্ষস্থানে দেখতে চান। যদিও এটা প্রিয়াঙ্কার সিদ্ধান্ত। এটা প্রিয়াঙ্কার উপর নির্ভর করে যে তিনি শুধুমাত্র ইউপিতে সীমাবদ্ধ থাকতে চান, নাকি জাতীয় মঞ্চে যাবেন, কারণ তিনি একজন জাতীয় স্তরের নেত্রী। রবার্ট ভঢড়া এও বলেন যে, ''রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি কখনই কোনও পদের কথা ভাবেন না। রাজনীতি তাদের রক্তে মিশে আছে বলে তারা সর্বত্র মানুষের জন্য কঠোর পরিশ্রম করেন।''