New Update
/anm-bengali/media/post_banners/ZwJpaQKPBTXqLCWaoMfd.jpg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার দুই পড়ুয়া ইউক্রেন থেকে বাড়ী ফিরলো। চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। পরিবারের সন্তানদের কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তারা ছিল ইউক্রেনের রুবিয়া এলাকায়। ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের আজমতপুর এলাকার বাসিন্দা সিংচনী বেরা। বিগত পাঁচ বছর ধরে ইউক্রেনে ডাক্তারি পড়ছিল। অপরদিকে ডেবরার ভোগপুরের বাসিন্দা শীর্ষেন্দু শেখর সাউ। সেও ফিরেছে আজ সকালে। এয়ার ফোর্সের বিশেষ বিমানে প্রথমে দিল্লি তারপর কলকাতা। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে বাড়ীতে পৌঁছে দেওয়া হয় বলে সূত্রের খবর। যদিও এই মুহুর্তে তারা সেখানে কীভাবে ছিল?কী অবস্থায় ছিল? তা বলার পরিস্থিতিতে নেই বলে জানিয়েছে দুই পড়ুয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us