New Update
/anm-bengali/media/post_banners/bWF7uUh7YUbWDJGMtLNc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। চলতি বছরই দেশে অবশ্য কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। তবে আপাতত কোভিড সংক্রমণে রাশ টানতে অনেকটাই সফল ভারত। দৈনিক আক্রান্ত নেমে এসেছে ৬ হাজারের নিচে। তবে এখনও খানিকটা চিন্তায় রাখছে মৃত্যুহার। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২১ জন। গতকালের তুলনায় যা বেশ খানিকটা কম। সেই সঙ্গে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮৭৮। অ্য়াকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১৫ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৮৯ জন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us