মার্চে কোন রাশির কেমন আয় হবে জেনে নিন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মার্চে কোন রাশির কেমন আয় হবে জেনে নিন

নিজস্ব সংবাদদাতাঃ  মেষ রাশির আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান। সহাবস্থান রবির। রবির খুব কাছাকাছি অবস্থান করার কারণে বৃহস্পতির পূর্ণ সুফল দানের ক্ষমতা না থাকলেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয় অর্ধে শুভত্ব বৃদ্ধি পাবে।

বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্র থেকে দ্বাদশে দগ্ধ অবস্থান। আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনির। খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি মাসের দ্বিতীয় অর্ধে।

মিথুন রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে দৃষ্টি সম্পর্ক। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশির আয়ের ক্ষেত্রে।

কর্কট রাশির আয়ক্ষেত্রে রাহুর অবস্থান। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আয়ক্ষেত্রে। হঠাৎ অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশির আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা সিংহ রাশির আয়ের ক্ষেত্রে।

কন্যা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি, মঙ্গল, শুক্রের। আয়ের ক্ষেত্রে তাই খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।