নিজস্ব সংবাদদাতা : যুদ্ধ বিরতি ছাড়া ভারতীয় ফেরানোটা কঠিন। তাই ইউক্রেন-রাশিয়ার সংশ্লিষ্ট পক্ষের কাছে একটি স্থানীয় যুদ্ধ বিরতির অনরোধ জানাল ভারত, যাতে যুদ্ধক্ষেত্রে আটকে পড়া ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়। অন্যদিকে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ''আগামী ২৪ ঘণ্টায় ১৬টি বিমান তালিকাবদ্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আইএএফ-এর সি-১৭ বিমান। অ্যাডভাইজরি জারির পর থেকে ২০,০০০ ভারতীয় ইউক্রন সীমান্ত ত্যাগ করেছে। সেখানে অনেক লোক আছে। কিন্তু এটা দেখে আশ্বস্ত হওয়ার যে অনেকেই ইউক্রেন ছেড়েছে। সর্বোচ্চ মনোযোগ রয়েছে পূর্ব ইউক্রেনে, বিশেষ করে খারকিভ এবং পিসোচিনে।আমরা সেখানে কিছু বাস পেতে পেরেছি। ৫টি বাস ইতিমধ্যেই চালু, সন্ধ্যার পরে আরও বাস; পিসোচিনে ৯০০-১০০০ ভারতীয় এবং সুমিতে সাতশওর বেশি ভারতীয় আটকা পড়েছে। আমরা সুমি সম্পর্কে উদ্বিগ্ন।আমরা বিশেষ ট্রেনের জন্য ইউক্রেন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি কিন্তু এখনও কিছু জানানো হয়নি। এদিকে, আমরা বাসের ব্যবস্থা করছি।আমরা একজন বাংলাদেশী নাগরিককে সরিয়ে নিয়েছি এবং একজন নেপালি নাগরিকের কাছ থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ পেয়েছি। বলতে পারি না আমরা নিচের দিকে যাচ্ছি (এখনও পর্যন্ত...) শেষ লোকটিকে সরিয়ে না নেওয়া পর্যন্ত আমরা অপারেশন গঙ্গা চালিয়ে যাব। মোটামুটি ২০০০-৩০০০ (আরও ভারতীয়) সেখানে থাকার সম্ভাবনা রয়েছে, সংখ্যাটি পরিবর্তিত হতে পারে।''