২০২৩ বিধানসভা নির্বাচনগুলোর জন্য নতুন ভোটকুশলীর সঙ্গে চুক্তি কংগ্রেসের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
২০২৩ বিধানসভা নির্বাচনগুলোর জন্য নতুন ভোটকুশলীর সঙ্গে চুক্তি কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতাঃ প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা বহুদূর এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনও কারণে সেই চুক্তি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন আলোচনার পরও পিকে কংগ্রেসে যোগদান করেননি। আবার কংগ্রেসের পরামর্শদাতা হিসাবেও কাজ করেননি। পিকের বিকল্প হিসাবে তাঁরই একসময়ের সহযোগীকে নিয়োগ করল কংগ্রেস। ২০২৩ সালে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য সুনীল কানুগলুকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করল কংগ্রেস। কংগ্রেস সূত্রের খবর, ইতিমধ্যেই সুনীলের সঙ্গে গোপনে একটি বৈঠক করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সেই বৈঠকে ছিলেন খোদ রাহুল গান্ধীও। তারপরই কর্ণাটকের প্রচারের দায়িত্ব দেওয়া হয় সুনীলকে। আগামী বছর কর্ণাটকের নির্বাচন। সুনীল আবার নিজেও কর্ণাটকের বাসিন্দা। সে রাজ্যের রাজনীতি ভালই বোঝেন তিনি। কংগ্রেস সূত্রের খবর, কর্ণাটকে সাফল্য পেলে আগামী বছর অন্য রাজ্যগুলোতেও দলের পরামর্শদাতা হিসাবে কাজে লাগানো হতে পারে তাঁকে।