হাওড়া স্টেশনে মিলল ৪০০ কিলো রুপো

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাওড়া স্টেশনে মিলল ৪০০ কিলো রুপো

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়া স্টেশনে ফেলে রাখা পার্সেলের বাক্স থেকে উদ্ধার প্রায় চারশো কিলো রুপোর গহনা ও বাট। আরও একটি বাক্স থেকে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করে আরপিএফ। এদিন দুপুরে আরপিএফ হানা দেওয়ার পর বাক্সগুলো দাবিহীন ভাবে পড়ে থাকায় তা তুলে আনে রক্ষীরা। বাক্সগুলো থেকে প্রায় চারশো কিলো রুপোর গহনা, বাট ও ৬০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আরপিএফের অনুমান, রুপোর বাটগুলো ডাউন রাজধানী এক্সপ্রেস ও কাফ সিরাপগুলো ডাউন বিভূতি এক্সপ্রেসে হাওড়া আসে। এগুলি যে ভুয়ো তথ্য দিয়ে বুকিং করা হয়েছিল সে সম্পর্কে নিশ্চিত রেলরক্ষীরা। সূত্র মতে, অধিকাংশ ট্রেনেই এখন পার্সেল ভ্যান লিজে দেওয়ায় নিষিদ্ধ বহু সামগ্রী ভুয়ো তথ্য দিয়ে বুকিং করা হয়। এদিন এই আটক সামগ্রী কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে বলে আরপিএফ জানিয়েছে।