টেলিকম নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় নীতি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
টেলিকম নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় নীতি



নিজস্ব সংবাদদাতাঃ টেলিকম পরিষেবায় সার্বিক আয়ের (এজিআর) ভিত্তিতে বকেয়া স্পেকট্রাম এবং লাইসেন্স ফি আদায়ের ক্ষেত্রে সরকারি সংস্থাকে কোনও ভাবেই কেন্দ্র ছাড় দিতে পারে না, জানাল এই ক্ষেত্রের আপিল আদালত টিডিস্যাট। তাদের বক্তব্য, কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট) বেসরকারি সংস্থার থেকে ওই বকেয়া উসুল করবে আর সরকারি সংস্থা ছাড়ের সুবিধা ভোগ করবে, দু’ক্ষেত্রে সরকারের নীতি এমন আলাদা হতে পারে না।