মাওবাদী পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাওবাদী পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়

রাহুল পাসওয়ান, আসানসোল : আড়ষা থানার জাড়িমোড় ডুংরিডি, সিন্দুরপুর এলাকায় মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় মানুষজনদের নজরে আসে ওই পোস্টারগুলি। মাওবাদ জিন্দাবাদ দেওয়া ওই লাল কালিতে ছাপা হরফের পোস্টারে ১৩ দফা দাবির উল্লেখ রয়েছে। সেই সঙ্গে দাবি পূরণ না হলে জঙ্গলমহলের জেলাগুলিতে মাওবাদীরা আন্দোলন শুরু করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আড়ষা থানার পুলিশ গিয়ে পোস্টার গুলো উদ্ধার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।