নিজস্ব সংবাদদাতাঃ যাত্রী সুরক্ষার পাশাপাশি এ বার যাত্রীদের বিনোদনেও বাড়তি নজর দিচ্ছে রেল। তারই অঙ্গ হিসেবে উত্তর রেলের অধীনে থাকা সব ‘বন্দে ভারত’ এবং শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের জন্য এ বার বিশেষ রেডিয়ো পরিষেবা শুরু করা হচ্ছে। সফরের মাঝখানে প্রথম সারির ওই সব ট্রেনের যাত্রীরা কতকটা এফএম রেডিয়োর ধাঁচে বিশেষ ব্যবস্থায় গান এবং অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান শোনার সুযোগ পাবেন বলে সূত্রের খবর।