ফের বৈঠকে বসল রাশিয়া-ইউক্রেন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের বৈঠকে বসল রাশিয়া-ইউক্রেন

নিজস্ব সংবাদদাতাঃ সপ্তমে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। রাজধানী খারকিভ ও কিয়েভ-সহ ইউক্রেনের শহরগুলোতে আছড়ে পড়ছে রুশ মিসাইল। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার বেলারুশে দ্বিতীয়বার বৈঠকে বসলেন যুযুধান দুই দেশের প্রতিনিধিরা। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে এই বৈঠকের কথা জানায় রাশিয়ার বিদেশমন্ত্রক। ওই টুইটে লেখা রয়েছে, “বেলারুশের জমিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। আমরা আশা করছি এবার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দোনবাস অঞ্চলে শান্তি ফিরবে ও ইউক্রেনের সমস্ত মানুষ আবারও শান্তিপূর্ণ জীবনে ফিরে যাবে।” সূত্রের খবর, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে দুই পক্ষের মধ্যে। একইসঙ্গে, ইউক্রেনের জেলেনস্কি সরকারকে উৎখাত করার উপর আবার জোর দেবেন রুশ প্রতিনিধিরা।